সহকারী শিক্ষক শিক্ষিকা আবেদন ফরম
ব্র্যাক স্কুল (গণশিক্ষা প্রকল্প)
ইউরোপিয়ান ইউনিয়ন, ইউনিসেফ এবং প্লান-এর
অর্থায়নে পরিচালিত
নিয়োগ বিজ্ঞপ্তি
ব্র্যাক স্কুল (গণশিক্ষা প্রকল্পে) জাতীয় পর্যায়ে সহকারী শিক্ষক/শিক্ষিকা নিয়োগ করা হবে। ব্র্যাক স্কুল (গণশিক্ষা প্রকল্পে) কাজ করতে আগ্রহী প্রার্থীদের কর্তৃপক্ষের শর্ত মেনে চাকরিতে যোগদান করতে হবে। ব্র্যাক স্কুল (গণশিক্ষা প্রকল্পের) নিউ সংক্রান্ত সমস্ত বিষয় ঢাকা হেড অফিস থেকে পরিচালনা করা হবে। বাংলাদেশের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। আগ্রহী পার্থিবৃন্দদের যেকোনো সমস্যা অথবা যেকোনো প্রয়োজনে ব্র্যাক স্কুল (গণশিক্ষা প্রকল্পের) হেড অফিস ঢাকাতে যোগাযোগ করতে হবে। নিয়োগ চলাকালীন অবস্থায় প্রার্থী ব্যতীত বহিরাগত কাউকে অফিসে এলাও করা হবে না। ব্র্যাক স্কুল (গণশিক্ষা প্রকল্পে) কাজ করতে আগ্রহি প্রার্থীদের আবেদন করার জন্য আহবান করা হচ্ছে:-
পদবি নামঃ-সহকারী শিক্ষক/শিক্ষিকা (আবাসিক/অনাবাসিক।
পদের সংখ্যাঃ- ৩২৬৬ জন।
বেতন স্কেলঃ-১২,৫০০/- হতে ৩৮,৬৪০/-পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতাঃ-ন্যূনতম এস.এস.সি/সমমান।
সুবিধাসমূহ: ১। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিধি অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য সুযোগ
সুবিধা প্রদান করা হবে। ২। আবাসিক শিক্ষকগণের জন্য প্রাতিষ্ঠানিক নিয়মে আবাসিক ভাতা, আবাসন ব্যবস্থা ও খাওয়ার সুব্যবস্থা রয়েছে। ৩। প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী যথারীতি বাৎসরিক উৎসব ভাতা ও অন্যান্য ভাতা প্রদান করা হবে। ৪। আবাসিক শিক্ষকবৃন্দের জন্য প্রতিষ্ঠানের নিজস্ব কোয়ার্টারে সপরিবারে বসবাসের সুব্যবস্থা রয়েছে। ৫। অভিজ্ঞ, দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের বিশেষ সুবিধা প্রাপ্তির সুযোগ রয়েছে। ৬। প্রার্থীদের নিজ দায়িত্বে পরিবেশ বান্ধব জায়গায় কাঠ, বাঁশ, টিন, দিয়ে স্কুল স্থাপন করে অথবা ক্যাম্পিং এর মাধ্যমে। শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে এবং প্রাথী নিজ জেলায় কাজ করার সুযোগ থাকবে। আগ্রহি প্রার্থীদের প্রতিষ্ঠানের ই-মেইল:-
Links are opening...
info.bracschool@gmail.com, ব্র্যাক স্কুল (গণশিক্ষা প্রকল্প) এর অনুকূলে আবেদনকারীর মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ২ কপি ছবিসহ আবেদনপত্র প্রতিষ্ঠানের ই-মেইল:-info.bracschool@gmail.com, ব্র্যাক স্কুল (গণশিক্ষা প্রকল্প), হাউস নাম্বার ৮০, রোড নং ১৪, ব্লক বি, ধানমন্ডি ১২০৯। বরাবর আগামী ২৫ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে আবেদন দাখিল করতে হবে। ১৮ বছরের নীচের বয়সী প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। বাংলাদেশের সকল জেলা প্রার্থী পুরুষ, মহিলা আবেদন করতে পারবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৫ আগস্ট ২০২৫ তারিখের পর পরীক্ষা অথবা প্রশিক্ষনের বিষয়ে জানানো হবে।বি:দ্র: ব্র্যাকের এনজিও অথবা অন্যান্য প্রোগ্রামের সাথে ব্র্যাক স্কুল (গণশিক্ষা প্রকল্পের) কোন সম্পৃক্ততা নেই।
আবেদনের পদ্ধতি:
বরাবর,
মহা-ব্যবস্থাপক (মানব সম্পদ বিভাগ)
ই-মেইল:-info.bracschool@gmail.com,
ঠিকানা:-হাউস নাম্বার ৮০, রোড নং ১৪, ব্লক বি, ধানমন্ডি ১২০৯।
Post a Comment