প্রাইমারি প্রধান শিক্ষক নন ক্যাডার ২১৬৯টি পদে সার্কুলার প্রকাশিত!!


 বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর ও ইউনিট

পদের নাম, গ্রেড ও সংখ্যা

মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর

বেতন স্কেল







-১১-

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা (সংশ্লিষ্ট মন্তণালয়/বিভাগ/দপ্তর/অধিদপ্তর এর নিয়োগবিধি অনুযায়ী)

অভিজ্ঞতা ও অন্যান্য




শিক্ষাগত যোগ্যতার [স্নাতকোত্তর/স্নাতক (সম্মান)/স্নাতক/ডিপ্লোমা] বিষয়ক বিষয় কোড


০১ আগস্ট, ২০২৫ তারিখে বয়সসীমা


ক্রমিক নম্বর- ১২৮ ইউনিট-০৯

"সিনিয়র স্টাফ নার্স" ১০ম গ্রেড ৫৮৪ টি, স্থায়ী পদ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর

8

১৬,০০০-৩৮,৬৪০/-(জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)



কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নার্সিং এ স্নাতক ডিগ্রি অথবা কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা-ইন-নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি সার্টিফিকেট এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত।

৮১,৮২ ও ৪০১

অনূর্ধ্ব- ৩২ বছর

ক্রমিক

নম্বর- ১২৯ ইউনিট-১১

প্রধান শিক্ষক

১১তম গ্রেড ও ১২তম গ্রেড ২১৬৯টি, স্থায়ী পদ।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রশিক্ষণপ্রাপ্ত: টাকা: ১২,৫০০-৩০,২৩০/-প্রশিক্ষণবিহীন: টাকা: ১১,৩০০-২৭,৩০০/-(জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)

(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি;

(খ) শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণি অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না; এবং (গ) তফসিল-২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।

১০১-৯৯৯

অনূর্ধ্ব- ৩২ বছর

ক্রমিক

নম্বর- ১৩০ ইউনিট-০৯

জনসংযোগ কর্মকর্তা ১২তম গ্রেড, ০১টি স্থায়ী পদ।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রক্ষিণ ব্যুরো (বিএমইটি)

১১,৩০০-২৭,৩০০/-(জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)

(*) Degree from recognized university. Preference will be given to those who have degree or Diploma in Journalism or experience in editorial or publication work:

১০১-৯৯৯

অনূর্ধ্ব- ৩২ বছর তবে বিভাগীয় প্রার্থীদের জন্য ০৫ বছর পর্যন্ত শিথীলযোগ্য।

বিশেষ দ্রষ্টব্য:

বিজ্ঞপ্তি ক্রমিক নম্বর- ৯৯, ১০৯, ১১০ এর পদসমূহে শিক্ষাগত যোগ্যতার সংশ্লিষ্ট বিষয়ের সমমান হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০ ফেব্রুয়ারি ২০২৪ তারিখের ০৫.০০.০০০০.১৪৭.৯৯.০১০.১৮-৬০ নং স্মারক এবং সরকারী কর্ম কমিশন সচিবালয়ের ০২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখের ৮০,০০,০০০০,৪০১,৩৫,০১৭.২১.১০৫৩ নম্বর অফিস আদেশ অনুযায়ী কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (কোড-৩৬৩)/ ইনফরমেশন টেকনোলজি (কোড-৩৬৪)/ টেলিকমিউনিকেশন এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (কোড-৩৪৯)/ এপ্লাইড ফিজিক্স, ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (কোড-৩৬৫)/ এপ্লাইড ফিজিক্স এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (কোড-৩৬৬)/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং (কোড-৩৩২) ও ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (কোড-৩৫১) বিষয়ের প্রার্থীগণ যোগ্য বিবেচিত হবেন।

Director-2025/All Advertisment July //182-132

ক্রমশ/১২

CS

Scanned with CamScanner

Fullscreen Ad

সরাসরি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে

এখানে ক্লিক করুন
Open Multiple Links

Links are opening...

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post