গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
মিরপুর, সেকশন-২, ঢাকা-১২১৬
web: www.dpe.gov.bd
স্মারক নং- ৩৮.০০.০০০০.১০৭.১১.০০৮.২০১৬ (অংশ-১)-১৬৮৬
তারিখ:
৩০ শ্রাবণ ১৪৩২।
১৪ আগস্ট ২০২৫।
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও অধীনস্থ দপ্তরসমূহের রাজস্বখাতভুক্ত তৃতীয় শ্রেণির নিম্নোক্ত পদসমূহের বিদ্যমান শূন্য পদে নামের পাশে বর্ণিত বেতনস্কেল ও গ্রেডে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা ব্যতিত) https://dper.teletalk.com.bd ওয়েবসাইটে দরখাস্ত আহবান করা যাচ্ছে। উক্ত পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, প্রয়োজনীয় অভিজ্ঞতা ও অন্যান্য বিবরণ নিম্নে উল্লেখ করা হলো।
নং
পদ নাম
পদ সংখ্যা
বেতনস্কেল ২০১৫ অনুযায়ী
8
د
বয়সসীমা
শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা
১. সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার
২৪ টি
টাকা ১১,৩০০-২৭,৩০০/-১২তম গ্রেড (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫
সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ বয়সসীমা ৩২ বৎসর।
(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ (চার) বৎসর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমাসহ দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং
(খ) কোনো প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের জিপিএ বা সিজিপিএ থাকিলে তিনি যোগ্য বিবেচিত হইবেন না।
(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন
২. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
০৬টি
টাকা ১১,০০০-২৬,৫৯০/-১৩তম গ্রেড (বেতন ও ভাতাদি) আদেশ ২০১৫
সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ বয়সসীমা ৩২ বৎসর।
দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি: (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে; এবং (গ) মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯ এর তপশিল-২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়াসহ তপশিল-৩ অনুযায়ী সাঁটলিপিতে ইংরেজিতে ৮০ এবং বাংলায় ৫০ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটারে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে।
৩. উচ্চমান সহকারী-কাম- হিসাবরক্ষক
১১৫টি
টাকা ১০,২০০-২৪,৬৮০/-১৪তম গ্রেড (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫
সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ বয়সসীমা ৩২ বৎসর।
(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষায় স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং (খ) কম্পিউটারে MS Office-এ কাজ করিবার দক্ষতা।
৪. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
১৪টি
টাকা ১০,২০০-২৪,৬৮০/-১৪তম গ্রেড (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫
সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ বয়সসীমা ৩২ বৎসর।
(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে; এবং
(গ) মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ
DPE new ruler 5 post (Final)
ক্রঃ নং
পদ নাম
পদ সংখ্যা
বেতনস্কেল ২০১৫ অনুযায়ী
বয়সসীমা
8
শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা
৫. ভান্ডার রক্ষক
০৫টি
টাকা ৯.৩০০-২২,৪৯০/-১৬তম গ্রেড (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫
সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ বয়সসীমা ৩২ বৎসর।
বিধিমালা, ২০১৯ এর তপশিল-২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়াসহ তপশিল-৩ অনুযায়ী সাঁটলিপিতে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটারে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে।
(ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
(খ) কম্পিউটারে MS Office-এ কাজ করিবার দক্ষতা।
শর্তসমূহ:
১। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়:
(ক) পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ https://dper.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
(1) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ২০ আগষ্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ সকাল-১০:০০ ঘটিকা।
(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ১০ সেপ্টেম্বর, ২০২৫ বিকাল-০৫:০০ ঘটিকা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ online-এ আবেদনপত্র submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
(খ) Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০০প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০০প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ, সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।
(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথাই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সর্ম্পকে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী online- এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
(ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant's Copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় (Web-এ) আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's Copy-তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত PDF কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's Copy-তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে ১ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১৫০/- টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ১৮/- টাকাসহ মোট ১৬৮/- টাকা এবং এবং ২ থেকে ৫ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ১২/- টাকাসহ মোট ১১২/- টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। তবে অনগ্রসর প্রার্থীদের (শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গ) ক্ষেত্রে সকল পদে আবেদন ফি বাবদ ৫০/- টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, "Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।"
SMS নিয়মাবলী:
প্রথম SMS: DPER<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: DPER ABCDEF & send to 16222
Reply: Applicant's Name, TK-168/112/56 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type DPER <Space>Yes<space>PIN and send to 16222.
দ্বিতীয় SMS: DPER <space>Yes<space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: DPER Yes 12345678 & send to 16222
Reply: Congratulations! Applicant's Name, Payment completed successfully for DPER Application for (post name) User ID is (ABCDEF) and password (xxxxxxxx).
Post a Comment